বাংলাদেশে বীমা কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিসমূহের সুশাসনের উন্নয়নের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত ‘বীমা কোম্পানির কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন’ এর খসড়া বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন/জনসাধারণের সুচিন্তিত মতামত আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে ই-মেইলে (officerlaw@idra.org.bd, nupur88102@gmail.com) সফট কপি এবং হার্ডকপি প্রেরণের অনুরোধ করা হলো।